Sunday, June 20, 2021

Health is life

https://images.hive.blog/p/6VvuHGsoU2QCK6yq1XKF2z9F8sayRpwConx4qLB8u2k7QJYtJ7C9NXFAs6tsNMmNESzrWBb457rLpqVjf74Nn476MR3dd52hs3tmeZVP9mcSsgDdxCMaWmsxgbs2hc?format=match&mode=fit

Health is life

20210514_070952.jpg

Assalamu Alaikum,
How is everyone? Hope everybody is doing very well and healthy. I'm much better.

Health is life. Who doesn't expect a healthy normal life, you also hope, I also hope to stay healthy. If we are sick, we rush to the doctor for treatment. Staying healthy is very important for us.

A few days ago I had a high fever. I was sick for 10 days in a row. Now you should not stay at home if you have a slight fever, cold or cough during the Karna virus. That's why I go to the doctor and see that many people are suffering from such fever. When you go to the doctor, the doctor says that it is a viral fever. It will take a long time and the fever may come back by leaving the fever. For this you have to take medicine continuously and be careful. I also took medicine for 10 to 12 days continuously. During these ten days I would occasionally go to the doctor. I used to go there and see a lot of people who had a fever before and stopped taking the medicine because after a few days they have a fever again. So I didn't stop taking the medicine so my fever got better. I am much healthier now.

Now we all have to be careful when it comes to coronavirus. When going out, Max has to fall and keep his distance from every human being. I would like to say one thing for all of you, if you have a slight cold-cough or fever during coronavirus, do not neglect to see a doctor immediately and get well.

So friends so far today. Thank you all very much.

God bless you.

#bangla

সুস্থতাই জীবন

আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি।

সুস্থতাই জীবন। সুস্থ স্বাভাবিক জীবন কে না আশা করে আপনিও আশা করেন, আমিও আশা করি সুস্থ থাকার। আমরা যদি অসুস্থ হয় তাহলে ছুটে ডাক্তারের কাছে যাই সুস্থ হওয়ার জন্য চিকিৎসা নেওয়ার জন্য। সুস্থ স্বাভাবিক থাকা আমাদের জন্য খুবই প্রয়োজন।

কিছুদিন আগে আমার প্রচুর জ্বর হয়েছিল। একটানা 10 দিন আমি অসুস্থ ছিলাম। এখন করনা ভাইরাসের সময় সামান্য জ্বর সর্দি বা কাশি হলে ঘরে বসে থাকা উচিত নয়। এজন্য আমি ডাক্তারের কাছে যাই এবং সেখানে গিয়ে দেখি অনেক মানুষ এরকম জ্বরে ভুগছে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে যে এটা ভাইরাস জ্বর। এটা অনেক সময় লাগবে এবং জ্বর ছেড়ে দিয়ে জ্বর আসতে পারে আবার। এজন্য একটানা ওষুধ খেতে হবে এবং সাবধানে থাকতে হবে। আমিও একটানা 10 থেকে 12 দিন ওষুধ খেয়েছি। এই দশদিনের মধ্যে আমি মাঝে মাঝে ডাক্তারের কাছে যেতাম। সেখানে গিয়ে দেখতাম প্রচুর মানুষ যাদের আগে জ্বর হয়েছিল এবং ওষুধ খাওয়া বন্ধ করে এজন্য কিছুদিন পর তাদের আবার পুনরায় জ্বর আসছে।তো আমি ওষুধ খাওয়া বন্ধ করিনি এজন্য আমার জ্বর সেরে গেছে। এখন আমি অনেক সুস্থ আছি।

এখন করোনাভাইরাস এর সময় আমাদের প্রত্যেককে সাবধানতা অবলম্বন করতে হবে। বাইরে গেলে মাক্স পড়ে যেতে হবে এবং প্রত্যেক মানুষের থেকে দূরত্ব বজায় রাখতে হবে। আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই করোনাভাইরাস এর সময় আপনাদের যদি সামান্য সর্দি-কাশি কিংবা জ্বর হয় তাহলে অবহেলা করবেন না সঙ্গে সঙ্গে ডাক্তার দেখান এবং সুস্থ হন।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

খোদা হাফেজ।


Originally posted here: https://hive.blog/hive-148441/@tumppa-queen/health-is-life

No comments:

Post a Comment