Saturday, April 3, 2021

"Aloe vera"medicinal properties of medicinal plants in the home method[Eng-Ban]

https://images.hive.blog/DQmTuFNaUfTiPJ31mXcWqEnRgkDgjQaLAdWCPCYLiY82Zvh/IMG-20210403-WA0008.jpg
**Hello Guys, How is everyone? Hope everybody is well and healthy. I think we are all mentally disturbed by the outbreak of this Corona epidemic. Even then, it is everyone's duty to properly mask and maintain social distance to keep us healthy. সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমার মনে হয় এই করোনা মহামারীর উদ্ধগতি প্রাদুর্ভাবের কারণে আমরা সকলে মানসিকভাবে বিপর্যস্ত। তারপরও আমাদেরকে সুস্থ থাকার জন্য সঠিকভাবে মাস্ক ও সামাজিক দূরত্ব বজায় রাখা সকলের একান্ত কর্তব্য।**

IMG-20210403-WA0008.jpg

IMG-20210403-WA0016.jpg

**I came up with a new blog post, Sharmin Sultana. I hope you like my blog post. Today I will share with you about the natural healing properties of "aloe vera". আমি শারমিন সুলতানা, নতুন একটি ব্লগ পোস্ট নিয়ে হাজির হলাম। আশা করি আমার ব্লগ পোস্ট টি আপনাদের ভালো লাগবে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব "অ্যালোভেরার "প্রাকৃতিক চিকিৎসা ও এর গুনাগুন সম্পর্কে।**

IMG-20210403-WA0004.jpg

**Aloe vera is a plant very familiar to all of us. Aloe vera leaves have thorns on both sides of the shoots. Aloe vera plant plays a leading role in keeping our body healthy and preventing various diseases. Because aloe vera contains calcium, magnesium, potassium, zinc, sulfur, vitamin A, and vitamin B6. Let's see what the aloe vera plant does to us. Let's find out now. অ্যালোভেরা আমাদের সকলের খুবই পরিচিত একটি উদ্ভিদ। অ্যালোভেরার পাতা গুলির দুইপাশে কাঁটাযুক্ত। অ্যালোভেরা উদ্ভিদ টি আমাদের শরীরকে সুস্থ রাখতে ও নানা রকম রোগ প্রতিরোধ করতে অগ্রণী ভূমিকা পালন করে।কারণ অ্যালোভেরায় আছে ক্যালসিয়াম ,ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, জিংক, সালফার, ভিটামিন এ, ও ভিটামিন বি সিক্স।চলুন বন্ধুরা অ্যালোভেরা উদ্ভিদটি কি কি উপকার করে থাকে আমাদেরকে সুস্থ রাখার জন্য সেটা জেনে নেওয়া যাক।**

IMG-20210403-WA0019.jpg

IMG-20210403-WA0017.jpg

IMG-20210403-WA0024.jpg

IMG-20210403-WA0022.jpg

**We are all very familiar with aloe vera juice. Because we can make this juice at home. Aloe vera juice is actually very useful for those of us who have heart problems. Because it helps control cholesterol. আমরা অ্যালোভেরার জুসের সাথে সকলে খুবই পরিচিত। কারণ আমরা ঘরোয়া পদ্ধতিতে এই জুস তৈরি করতে পারি। অ্যালোভেরা জুস আসলে আমাদের যাদের হার্টের সমস্যা তাদের ক্ষেত্রে খুবই উপকারী। কারণ এটি কোলেস্টেরল কে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।**

IMG-20210403-WA0020.jpg

**Aloe vera juice will be very beneficial for those who have gum problems. This aloe vera juice also plays a helpful role in relieving joint pain. অ্যালোভেরা জুস যাদের দাঁতের মাড়ির সমস্যা তারা প্রতিনিয়ত খেলে খুবই ফলপ্রসূ উপকার পাবে। এই অ্যালোভেরার জুস জয়েন্টের ব্যথা দূর করতেও সহায়ক ভূমিকা পালন করে।**

IMG-20210403-WA0011.jpg

IMG-20210403-WA0006.jpg

**Aloe vera juice plays a leading role in weight loss and indigestion. So we must drink aloe vera juice regularly. অ্যালোভেরার জুস ওজন হ্রাস ও বদহজমের সমস্যা দূরীকরণে অগ্রণী ভূমিকা পালন করে।তাই আমরা প্রতিনিয়ত অবশ্যই অ্যালোভেরার জুস পান করবো।**

IMG-20210403-WA0018.jpg

IMG-20210403-WA0015.jpg

IMG-20210403-WA0014.jpg

**Let's see how to make juice: - First you need to collect aloe vera leaves. Then it should be washed well. Then blend it well. Then take the juices out of the mixture and add brown sugar and a cup of water. Then it would be very good to mix with a spoon. It is very easy to eat aloe vera juice every day. It will always play a leading role in keeping your body healthy. চলুন বন্ধুরা জুস কিভাবে তৈরি করতে হয় সেটা দেখে নেওয়া যাক:- প্রথমে অ্যালোভেরার পাতা সংগ্রহ করতে হবে। তারপর এটি ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর এটিকে ভালোভাবে ব্লেন্ডার করতে হবে।এরপর এই মিশ্রণটি থেকে সেখানে দিয়ে রস গুলো বাহির করে নিতে হবে এবং এর সাথে ব্রাউন চিনি যোগ করতে হবে এবং এক চা কাপ পানি যোগ করতে হবে। তারপরে খুব ভালো হবে একটি চামচ নিয়ে মিশ্রন করতে হবে। খুব সহজ এভাবে প্রতিদিন আপনারা অ্যালোভেরা জুস খেতে পারেন।যেটি আপনার শরীরকে সুস্থ থাকতে সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।**

IMG-20210403-WA0029.jpg

IMG-20210403-WA0033.jpg

**This is not the end of the medicinal properties of aloe vera. It plays a special role in keeping the skin beautiful. To make this skin gel you first need to mix honey with aloe vera gel. Then you have to apply the mixture on your face, then it will play an important role in removing the acne and age marks on your face. এখানেই শেষ নয় অ্যালোভেরার ভেষজ উদ্ভিদের গুনাগুন। এটি ত্বককে সুন্দর রাখতে বিশেষ ভূমিকা পালন করে। এটি ত্বকের জেল তৈরি করার জন্য আপনাকে প্রথমে অ্যালোভেরা জেল এর সাথে মধু মিশ্রণ করতে হবে। তারপর মিশ্রণকে আপনার মুখে লাগাতে হবে তাহলে আপনার মুখের ব্রণ ও বয়সের ছাপ দূরীকরণে গুরুত্ব ভূমিকা পালন করবে।**

IMG-20210403-WA0031.jpg

IMG-20210403-WA0028.jpg

**Hair gel is made with aloe vera. This gel is very dear to all of us. To make aloe vera gel, first add coconut oil to the aloe vera mixture and then apply the mixture all over the hair. This aloe vera gel plays a very important role in removing dandruff and prevent hair loss. Simultaneously strengthens the hair follicles and aloe vera gel cools the scalp. অ্যালোভেরা দিয়ে চুলের জেল তৈরি করা হয় এই জেল টি আমাদের সকলের কাছে খুবই প্রিয়। এলোভেরা জেল তৈরি করতে হলে প্রথমে অ্যালোভেরার মিশ্রণ এর সাথে নারিকেলের তেল যোগ করতে হবে তারপরে ভাল হবে মিশ্রণ ঘটিয়ে সারা চুলে মাখতে হবে। এই অ্যালোভেরা জেল যাদের মাথায় খুশকি এটি দূরীকরণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং চুল পড়া রোধ করে। সাথে সাথে চুলের গোড়া শক্ত করেএবং অ্যালোভেরা জেল মাখলে মাথাকে ঠান্ডা করে।** **So friends can't stop talking about the properties of aloe vera plant. Each of you must cultivate aloe vera at home. Because the importance of aloe vera in keeping our body healthy is immense. We will all drink more and more of this herbal plant aloe vera juice and keep our body healthy. তো বন্ধুরা অ্যালোভেরার উদ্ভিদের গুণের কথা বলে শেষ করা যাবে না। তা আপনারা প্রত্যেকে অবশ্যই বাসায় অ্যালোভেরা চাষ করবেন। কারণ আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য অ্যালোভেরার গুরুত্ব অপরিসীম। আমরা সকলে বেশি বেশি করে এই ভেষজ উদ্ভিদ অ্যালোভেরার জুস পান করব এবং আমাদের শরীরকে সুস্থ রাখবো।** ***So far today. Please comment on how you felt after reading my article. Stay well, stay healthy, this is a prayer for everyone. God bless you. আজ এ পর্যন্তই। আমার লেখাটি পড়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভাল থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল সকলের প্রতি। আল্লাহ হাফেজ।***
Originally posted here: https://hive.blog/hive-120078/@ms-sarmin/aloe-vera-medicinal-properties-of-medicinal-plants-in-the-home-method-eng-ban

No comments:

Post a Comment