Friday, April 30, 2021

Corola's natural medicinal properties and efficacy//করলার প্রাকৃতিক ওষুধি গুনাগুন ও কার্যকারিতা

https://images.hive.blog/p/2r8F9rTBenJQonvFkRsaKAi9fqQ1Q2oBjHpzftMGmMCrD1jBR8nnu1vFfx2FwfAxGXAvQD5pswzjXmMkZ2B6ofFpwMCPDtmYRkpWzpro88UhUPHBqq9pXzbBjirg7iUMk?format=match&mode=fit

Hello guys,
Assalamu Alaikum, how is everyone? I hope everyone is well and healthy. With your blessings and God's infinite mercy, I am also well. I am Sharmin Sultana, I appeared before you with a new blog post. I hope you like my writing.
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন ?আশা করি সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভাল আছি। আমি শারমিন সুলতানা, নতুন একটি ব্লগ পোস্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আমার লেখা টি আপনাদের ভালো লাগবে।

IMG20210430172340.jpg

IMG20210430172350.jpg

IMG20210430181127.jpg

Today I will share with you what are the benefits of karla as a natural medicine for our body. Let friends know about that.
আজ আমি আপনাদের সাথে শেয়ার করব করলার প্রাকৃতিক ওষুধ হিসাবে আমাদের শরীরের জন্য কি কি উপকার করে থাকে। চলুন বন্ধুরা সে বিষয়ে জেনে নেওয়া যাক।

IMG20210430175714.jpg

IMG20210430175707.jpg

Corolla is a vegetable known to all of us. This vegetable is a very important vegetable for our health. So we should always include cooked corolla bhaji, bharta, curry in our diet.
করোলা আমাদের সকলের পরিচিত একটি সবজি। এই সবজিটি আমাদের সুস্থ থাকার জন্য খুবই প্রয়োজনীয় একটি সবজি ।তাই আমাদের প্রতিনিয়ত খাদ্যতালিকায় করোলা ভাজি, ভর্তা ,তরকারি হিসেবে রান্না করে খাওয়া উচিত।

IMG20210430183039.jpg

IMG20210430183123.jpg

Regularly playing Corolla reduces high blood pressure. Because it is a delicious food that is very useful for controlling high blood pressure.
প্রতিনিয়তঃ করোলা খেলে উচ্চ রক্তচাপ কমায়। কারণ এটি উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করার জন্য খুবই উপকারী একটি উপাদেয় খাবার।

IMG20210430184922.jpg

The presence of corolla in the daily diet plays a very important role in eliminating the problem of round worms. Because its bitter juice acts as an anthelmintic.
প্রতিদিনের খাদ্যতালিকায় করোলা থাকলে গোল কৃমির সমস্যা দূরীকরণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।।কারন এর তেতো রস কৃমিনাশক ওষুধ হিসেবে কাজ করে।

IMG20210430184952.jpg

Vitamin C in corolla is very beneficial for the skin. This vitamin C keeps hair well and plays a very beneficial role for malaria fever. Dismissing karla by frying and killing khawab is very useful.
করোলা থাকা ভিটামিন সি ত্বকের জন্য খুবই উপকারী। এই ভিটামিন সি'র জন্য চুল ভালো রাখে এবং ম্যালেরিয়া জ্বরের জন্য খুবই উপকারী ভূমিকা পালন করে। ডিসমিস করে করলা ভাজি করে খাওয়াব হত্যা করে খারাপ খুবই উপকারী।

IMG20210430185718.jpg

Corolla contains a lot of antioxidants which are very beneficial for diabetes. Diabetics can eat corolla regularly to reduce sugar content.
করোলায় আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ডায়াবেটিসের জন্য খুবই উপকারী। ডায়াবেটিস রোগীরা চিনির উপাদান কমানোর জন্য প্রতিনিয়ত করোলা খেতে পারেন।

IMG20210430205616.jpg

Corolla is very useful for increasing digestive energy. Those who have digestive problems play a leading role in eliminating these problems without paying too much tax.
করোলা হজম শক্তি বৃদ্ধির জন্য খুবই উপকারী। যাদের পরিপাকতন্ত্রের সমস্যা তারা বেশি বেশি করে কর না খেলে এই সমস্যা দূরীকরণে অগ্রণী ভূমিকা পালন করে করে।

IMG20210430172321.jpg

IMG20210430172210.jpg

IMG20210430175701.jpg

The biggest medicinal value of corolla is that it helps to get rid of nausea in the stomach, body bites, increased thirst for water, etc. The solution of the juice of karla leaves is very useful. The above problem can be solved by mixing one teaspoon of karla leaf juice with hot water two or three times a day.
করোলা সবচেয়ে বড় ঔষধি গুণ হলো পেটে বমি বমি ভাব দূর করতে সহায়তা করে, শরীর কামড়ানি, পানি পিপাসা বৃদ্ধি পাওয়া ইত্যাদি সমস্যা থেকে সমাধান পেতে করলা পাতার রস খুবই উপকারী। এক চা চামচ করলা পাতার রস গরম পানির সাথে মিশিয়ে দিনে দুই-তিনবার খেলে উপরোক্ত সমস্যা সমাধান পাওয়া যাবে।

So friends so far today. Please comment on how you like my writing. Good luck to all, stay healthy. God bless you.
তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আমার লেখা টি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভাল থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল। আল্লাহাফেজ।


Originally posted here: https://hive.blog/hive-120078/@ms-sarmin/corola-s-natural-medicinal-properties-and-efficacy

No comments:

Post a Comment