Saturday, April 24, 2021

Natural medicine of neem leaves and its health benefits in home method.//ঘরোয়া পদ্ধতিতে নিমের পাতার প্রাকৃতিক ঔষধ ও এর স্বাস্থ্য উপকারিতা।

https://images.hive.blog/DQmPmSzJbLxjEZNDygCnehrK2n7dKPyHvydJuqTGFWCawBx/a_1619015438849.png
**Hlw Hive Natural medicine Friends !** **How are you all? I wish all my friends are well and healthy.i am also well.I am Sarmin Sultana.Today I sear a new about" natural medicine "blog post.i hope all my friends are like my blog post.Now let's go and read my article. তোমরা সবাই কেমন আছ? আমি আশা করি আমার সমস্ত বন্ধু সুস্থ এবং সুস্থ আছেন। আমিও ভাল আছি। আমি সরমিন সুলতানা। আজকে আমি "প্রাকৃতিক ওষুধ" ব্লগ পোস্ট সম্পর্কে একটি নতুন অনুসন্ধান করি i আমি আশা করি আমার সমস্ত বন্ধুরা আমার ব্লগ পোস্ট টি ভালো লাগবে। এখন আসুন এবং পড়ুন আমার নিবন্ধ।**

a_1619015438849.png

**The neem tree is very well known in our country as a medicinal plant. It is found in almost every home neem tree in rural areas. Because neem is a plant that works more than a doctor at home to keep our body healthy. Today I will share with you about the natural medicinal properties of the leaves of this neem tree. So let's find out, friends, what it is used for and what diseases it cures. নিম গাছ আমাদের দেশে খুবই পরিচিত একটি ঔষধি গাছ হিসাবে পরিচিত। এটি গ্রাম অঞ্চলে প্রায় প্রত্যেক বাড়িতে নিম গাছ পাওয়া যায়। কারণ নিমগাছ এমন একটি উদ্ভিদ যেটি বাসায় থাকলে একজন ডাক্তারের চেয়ে বেশি কাজ করে আমাদের শরীরকে সুস্থ রাখতে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই নিম গাছের পাতার প্রাকৃতিক ঔষধি গুণাগুণ সম্পর্কে। তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক, এটি কি কি কাজে ব্যবহার হয় এবং কি কি রোগ নিরাময় করে।**

IMG-20210421-WA0008.jpg

IMG-20210421-WA0012.jpg

template_0.png

**Let us share with you what ingredients are needed to make neem leaf extract and how to make it. চলুন বন্ধুরা নিমের পাতার নির্যাস তৈরি করার জন্য কি কি উপাদান প্রয়োজন এবং কিভাবে তৈরি করতে হয় সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব।** *First you have to collect neem leaves and wash it well with water. প্রথমে নিমের পাতা সংগ্রহ করতে হবে এবং এটিকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে।

IMG-20210421-WA0024.jpg

IMG-20210421-WA0016.jpg

IMG-20210421-WA0020.jpg

*Then you have to take a sieve and a sieve for neem leaf butter. Then the neem leaves should be crushed in a good way. এরপর নিমের পাতা বাটার জন্য একটি শিল্ ও ছেচুনি নিতে হবে। এরপর নিমের পাতা ভালো ভাবে বাটতে হবে।

IMG-20210421-WA0025.jpg

* After making the butter well, you have to separate the errors by not learning it. ভালোভাবে বাটার পর এটি শেখোনি দিয়ে এররস গুলো আলাদা করতে হবে।

IMG-20210421-WA0014.jpg

*This can be eaten by mixing honey with neem juice. Or it can be used on the skin using turmeric. এই নিমের রসের সাথে মধু মিশ্রণ করে খাওয়া যেতে পারে। অথবা এর সাথে হলুদ ব্যবহার করে ত্বকে ব্যবহার করা হতে পারে।

IMG-20210421-WA0001.jpg

IMG-20210421-WA0021.jpg

**In this way, it is possible to make natural medicine at home by making neem leaf juice in a very simple way. এইভাবে খুব সহজ পদ্ধতিতে নিমের পাতার রস করে ঘরোয়া পদ্ধতিতে প্রাকৃতিক ওষুধ তৈরি করা সম্ভব।**

IMG-20210421-WA0002.jpg

IMG-20210421-WA0019.jpg

**The natural treatment of neem leaves is discussed below: - নিমের পাতার প্রাকৃতিক চিকিৎসা নিম্নে আলোচনা করলাম:-** * The natural treatment of neem leaves is discussed below: -

IMG-20210421-WA0003.jpg

IMG-20210421-WA0020.jpg

*If itching or itching occurs, the problem of itching can be solved very quickly by boiling neem leaves and taking a bath with water. খোস পাঁচড়া অথবা চুলকানি এই জাতীয় সমস্যা দেখা দিলে নিমের পাতা সিদ্ধ করে কই সিদ্ধ করে পানি দিয়ে গোসল করলে চুলকানির সমস্যা খুব দ্রুত সমাধান হয়ে যায়।

IMG-20210421-WA0025.jpg

IMG-20210421-WA0010.jpg

*In our country, in skin care, mixing turmeric paste with neem leaves and applying it on the face plays a very important role in removing facial acne and various spots. This neem leaf paste and turmeric paste are used together by the girls of our country in skin care. আমাদের দেশে ত্বকের যত্নে নিমের পাতা সাথে হলুদ বাটা একসাথে মিক্স করে মুখে লাগালে মুখের ব্রণ ও নানা রকম দাগ দূর করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই নিমের পাতা বাটা ও হলুদের বাতা একসাথে আমাদের দেশের মেয়েরা ত্বকের যত্নে ব্যবহার করে থাকে।

IMG-20210421-WA0005.jpg

IMG-20210421-WA0026.jpg

*Neem leaves are very useful in controlling diabetes. Because neem leaves help reduce sugar levels. So those who have diabetes can always eat neem leaf juice. নিমের পাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুবই উপকারী। কারণ নিমের পাতা সুগার লেভেল কমাতে সাহায্য করে। তাই যাদের ডায়াবেটিসের সমস্যা তারা প্রতিনিয়ত নিমের পাতার রস করে খেতে পারেন।

template_1.png

IMG-20210421-WA0008.jpg

*Neem leaves are also used in hair care. Especially those who have dandruff on their head, if they apply neem leaves on the scalp regularly, if it is done for a week in a row, then the dandruff will go away very quickly. It is tested. চুলের যত্নেও নিমের পাতার ব্যবহার করা হয়। বিশেষ করে যাদের মাথায় খুশকি তারা প্রতিনিয়ত নিমের পাতা বেটে মাথায় মাখলে এটি যদি পরপর এক সপ্তাহ করা হয় তাহলে খুব দ্রুত মাথার খুশকি দূর হয়ে যায়। এটি পরীক্ষিত। *The quality of neem leaves for cleansing the blood is immense. Because it lowers the amount of sugar in the blood. And helps in blood circulation due to which the circulation of the heart remains normal. So it is very beneficial for us to eat neem leaf juice regularly. রক্ত পরিষ্কার করার জন্য নিমের পাতার গুণ অপরিসীম। কারণ এটি রক্তে শর্করার পরিমাণ কমায়। এবং রক্ত চলাচলে সাহায্য করেন যার কারণে হৃদপিন্ডের চলাচল স্বাভাবিক থাকে। তাই প্রতিনিয়ত আমাদের নিমের পাতার রস খাওয়া খুবই উপকার। *Neem leaf juice is very important to get rid of cold sore chest pain and cough. Neem leaf juice mixed with honey plays a role in removing phlegm accumulated in the chest in a very short time. ঠান্ডা জনিত বুকের ব্যথা ও কফ বুকে জমে থাকা এই সমস্যা দূরীকরণে জন্য নিমের পাতার রস খুবই গুরুত্বপূর্ণ। নিমের পাতা রস করে এর সাথে মধুর মিশ্রন করে খেলে খুব অল্প সময়ের মধ্যে বুকে জমে থাকা কফ দূরীকরণে ভূমিকা পালন করে। *The use of neem leaf extract plays a very important role in eradicating malaria. Gadonin-rich neem acts as a medicine for malaria. So our neem leaf extract is very important to maintain the health of the body. নিম পাতার নির্যাস এর ব্যবহারের ফলে ম্যালেরিয়া দূর করনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্যাডোনিন উপাদানসমৃদ্ধ নিম ম্যালেরিয়ার ওষুধ হিসেবে কাজ করে। তাই আমাদের নিমের পাতার নির্যাস খুবই গুরুত্বপূর্ণ শরীরের সুস্থতা বজায় রাখার জন্য। *Allergies are a very important problem in our human body. So those who have allergy problems in their body, they should drink at least one cup of tea every day with neem leaf juice, the allergy will be cured from the body forever. এলার্জি আমাদের মানব দেহের খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা। তাই যাদের শরীরে এলার্জি সমস্যা তারা প্রতিদিন কমপক্ষে এক কাপ চা পরিমাণ নিমের পাতা রস করে খেলে এলার্জি চিরতরে নিরাময় হয়ে যাবে শরীর থেকে। *Drinking neem leaf juice to control stress restores peace of mind. And all thoughts are removed from the head. Refreshes the mind and body. মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে নিমের পাতার রস খেলে মানসিক শান্তি ফিরে আসে। এবং সমস্ত চিন্তা মাথা থেকে দূরীকরণ হয়ে যায়। মন ও দেহকে সতেজ করে তোলে। **So friends so far today. The quality of this neem leaf can not be finished. So each of us should use the essentials of neem leaves to keep ourselves healthy. তো বন্ধুরা আজ এ পর্যন্তই। এই নিমের পাতার গুণের কথা বলে শেষ করা যাবেনা। তাই আমাদের প্রত্যেকের উচিত নিজেদের কে সুস্থ রাখার জন্য নিমের পাতার অপরিহার্য ব্যবহার করা।**

template_0.png

IMG-20210421-WA0012.jpg

**I wish everyone good health. You must comment on how you like my writing. God bless you সকলে সুস্থ থাকেন ভালো থাকুন এই কামনা রইল। আমার লেখাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহাফেজ।**
Originally posted here: https://hive.blog/hive-120078/@ms-sarmin/natural-medicine-of-neem-leaves-and-its-health-benefits-in-home-method

No comments:

Post a Comment